পশ্চিম মেদিনীপুরে অকাল বর্ষণ -ধান চাষিদের মাথায় হাত !

0
267

দেবেন মাহাতো :: ২৪ ঘন্টা লাইভ :: ২১শে নভেম্বর :: ঝাড়গ্রাম :: একে করোনার অতিমারী আর লকডাউনের ফলে মাঠের কাজ বিগত প্রায় আট মাস ধরে ক্রমাগতই পিছিয়েছে । আনাজ এবং আলুর ফলন বেশ মার্ খেয়েছে । সবজি ও অন্যান্য জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ।

তারওপর পশ্চিম মেদিনীপুরে মাঝরাত থেকে আকাশের মুখ ভার। থেকে থেকে পশলা বৃষ্টি শুক্রবার মাঝরাত থেকে শুরু হয়েছে । জঙ্গলমহল জুড়ে চলছে এই বৃষ্টি। কালী পূজার পর অকাল বৃষ্টির ফলে ধান চাষিদের মাথায় হাত। মাঠের ফসল এখনো ঘরে ওঠেনি। পাকা ধান রয়েছে মাঠে। শনিবার সকাল থেকে থেকে থেকে ভারী মাত্রায় বৃষ্টি শুরু হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here