পৌরসভা প্রার্থী তালিকায় সবার পেছনে BJP, কেনো ?

0
201

২৪ ঘন্টা লাইভ সম্বাদাতা/ রাজিব গুপ্তা/ বারাকপুর / ৬ ফেব্রুয়ারি : 

3 রা ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ঘোষণা করলো ১০৮ টি পৌরসভা নির্বাচন ।

Adv : Starling International School

তার ২৪ ঘণ্টার মধ্যে মানে পরের দিন প্রার্থী তালিকা ঘোষনা করলো শাসক দল তৃণমূল ।

Add : Purnima Swarnkar Srivastava

রাজ্যে প্রায় ক্ষমতা শূন্য হয় পড়া কমিউনিস্ট পার্টিও বেশির ভাগ জায়গায় প্রকাশ করেছে তাদের প্রার্থী তালিকা ।

কিন্তু এই বিষয় অনেক টা পিছিয়ে রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল BJP বলেই দেখা যাচ্ছে । বোধয় তৃণমূলের দাবি কে তারা নিজেই সঠিক প্রমাণে মরিয়া জে তাদের কাছে প্রতিটি ওয়ার্ডে দেওয়ার মতন প্রার্থী ই নেই ।

Add Crystal Inn

অন্য দিকে যা আভাস তাতে এটাও বোঝা যাচ্ছে যে ২০২১ এর মতন তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ পড়ে যাওয়া নেতাদের দলে যোগদান করানোর লক্ষ্যে রয়েছে বিজেপি ।

Add Panjabi Gharana

কিন্তু এতে যদি গণিত এর ভাষায় বলা যায় জে বিধানসভার মতন তৃণমূল থেকে Import করে প্রার্থী এনে তাদের টিকিট দিয়ে ময়দানে পাঠালে তার ফলাফল ও সেই বিধানসভার মতন হতে পারে ।

এখন হয় তো তারা এটাও ভাবতে পারেন যে কলকাতা পৌর নিগমে তো এরকম কিছু করা হয়নি, সেখানে তো আমরা পেলাম মাত্র তিনটি সিট।

Black Harbour Add

আর Import করে প্রার্থী এনেই তো বিধানসভায় ৩ থেকে ৭৭ হয়েছিলাম, সেখান থেকে পাঁচ দশটা চলে গেলেও সেটা কোন বিশেষ ক্ষতি বলা যায় না ।

 

তাই এবারেও বিজেপি একই পদ্ধতি তে চলছে আর বার্তা দিতে চাইছেন জে ‘ বিধানসভায় কিছু ভুল করিনি তারা ‘ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here