পৌরসাভা নির্বাচনে, শুভ্রাংশু রায় ও ময়দানে ?

0
214

২৪ঘন্টালাইভ/ নিজস্ব সংবাদদাতা / কলকাতা/ ৩ ফেব্রুয়ারি: ২০ মাস ধরে চলে আসা ওয়ার্ড গুলির রিক্ততা পূরণ করতে ঘোষনা হলো রাজ্যের ১০৮ টি পুরসভার নির্বাচন। নির্বাচন কমিশনের বৃহস্পতিবারই জারি ঘোষনা অনুযায়ী ২৭ ফেব্রুয়ারি এক দিনেই সমস্ত পুরসভায় ভোট হচ্ছে ।

বিজপুরে তৃণমূলের তরফ থেকে মুখ্য ভূমিকায় থাকবেন

তাই কার্যকর হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট ।

MothersLapAdd

৩ সরা ফেব্রুয়ারি থেকে শুরু আগামী ৯ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, স্ক্রুটনি হবে ১০ তারিক এবং ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার করার যাবে ।

Add Ashani

ভোটগ্রহণ এর সময় হবে সকাল ৭ থেকে বিকেল ৫ টা পর্যন্ত। তবে এখন ভোট গনানার দিন ঘোষনা করা হয় নি ।

Add Panjabi Gharana

আর এর পর থেকেই নেতাদের মধ্যে শুরু হয় গেলো টিকিট নিয়ে বিভিন্ন চর্চা ।

অনুমান অনুযায়ী বিজপুরে টিকিটের জন্য প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়, বর্তমান বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া ও হালিশহর টাউন সভাপতি এবং জেলা নেত্রী সোনালী সিংহ রায়ের থেকে চাওয়া হয়েছিল প্রার্থী তালিকা ।

Black Harbour Add

সেই তালিকা থেকে জেলা কমিটি এবং আইপ্যাক এর যৌথ উদ্যোগে তৈরি হয়েছে চূড়ান্ত তালিকা ।

Add Crystal Inn

আর একই ভাবে সমস্ত জায়গায় প্রার্থী তালিকা 30 জানুয়ারির আগেই হয়েছে তৈরি । এখন শুধু তা প্রকাশ পাওয়ার অপেক্ষায় ।

এবার শাসক দিলে টিকিট নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় রয়ছে ধোঁয়াশা । কারণ বর্তমান ছবি দেখে বলা যেতে পারে ২০২১ এর বিধান সভায় বলা যেতে পারে বিজেপি Vs তৃণমূল নয়, তৃণমূল Vs তৃণমূল ই ছিলো । আর নির্বাচন শেষে হেরে যাওয়া বা জিতে যাওয়া অনেকেই পুনরায় ফিরেছেন তৃণমূলে ।

Advertisement

এবার যে যে ওয়ার্ডে স্থানীয় নেতারা তক্ষণ, নিজের প্রাণের বাজি লাগিয়ে, চোখে চোখ রেখে লড়েছিলেন যাদের বিরুদ্ধে আজ তারাই দলে ফিরে এসে যেনো ঘোরাচ্ছেন ছড়ি । আর এবার যদি তারা সকলেই অর্থের বদলে টিকিট পেয়ে যান তাহলে এই দলের ও সেই পরিস্থিতি হবে যা ২০২১ এ বিজেপির হয়েছিল ।

Advertisement 8240054075

এই নিয়ে ভাটপাড়া থেকে বিজপুরে কর্মীদের অবস্থান বিক্ষোভ ও করতে দেখা গিয়েছে ।

Adv
Adv : Keshari Light House

কিন্তু এটা বলা যেতে পারে, শিলভদ্র দত্তের মতন শুভ্রাংশু রায় ও মর্যাদা পেতে চলেছেন বিজপুরে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here