প্রবল বর্ষণের জেরে জলমগ্ন শোনপুর গ্রাম। বন্ধ হয়ে পড়েছে যাতায়াতের মূল রাস্তা। ক্ষুব্ধ এলাকাবাসী

0
168

সুব্রত বাউরী::২৪ঘন্টা লাইভ ::১ই অক্টোবর :: পশ্চিম বর্ধমান :: একটানা বৃষ্টিপাতের জেরে জলমগ্ন পাণ্ডবেশ্বর শোনপুর গ্রাম। গত দুদিন থেকে প্রবল বর্ষণের ফলে জল জমেছে শোনপুর গ্রামের যাতাযাতের মূল রাস্তায়। ঘর বন্দী হয়ে পড়েছে সোনপুর গ্রামের মানুষজন। প্রবল বর্ষণের ফলে গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমে যাওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।
এলাকা মানুষের অভিযোগ যে ইসিএলের ডাম্পিং এর কারনে বন্ধ হয়ে গেছে সমস্ত জল যাওয়ার রাস্তা গুলি তাই রাস্তার উপর জমেছে জল।

বারংবার ইসিএল কর্তৃপক্ষ কে জানিয়ে কোনো লাভ হয়নি । তাই তারা সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ জানায় ইসিএলের কতৃপক্ষের বিরুদ্ধে। দ্রুত সমস্যা সমাধানের পথে না হাঁটলে ইসিএলের সিএসপি ও শোনপুর বাজারি প্রজেক্ট এর সমস্ত কাজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। এর পরিপ্রেক্ষিতে এসিএল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here