প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, ভর্তি ছিলেন দিল্লি AIMS – এ

0
55

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ১২ সেপ্টেম্বর ২০২৪; প্রয়াত বাম আন্দোলনের একেবারে সামনের সারির নেতা সীতারাম ইয়েচুরি। দিল্লির এইমসে তাঁর চিকিৎসা চলছিল।

Panch foron

শ্বাসনালীতে ইনফেকশনের সমস্যায় ভুগছিলেন তিনি। সিপিএমের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার প্রাক্তন এমপি সীতারাম ইয়েচুরি প্রয়াত।

Krishna Construction

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। এইমসে চিকিৎসা চলছিল তাঁর।

Add
Archana Diagnostic

বৃহস্পতিবার সেখানেই মারা গিয়েছেন তিনি। গত ১৯ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Standard Glass House

নিউমোনিয়ার মতো কিছু সমস্যা ছিল তাঁর। বুকেও কিছু সমস্যা হচ্ছিল। ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল তাঁকে।

চিকিৎসকরা তাঁর চিকিৎসার সব ব্যবস্থাই করেছিলেন। বৃহস্পতিবার প্রয়াত হলেন তিনি।

১৯৫২ সালের ১২ অগস্ট চেন্নাইতে জন্মেছিলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন।

Add : Subham Medica

তাঁর স্ত্রী সীমা চিস্তি ইয়েচুরি ও দুই সন্তান রয়েছে তাঁর। সীতারাম ইয়েচুরির মৃত্যুতে বাম কর্মীদের মধ্য়ে শোকের ছায়া।

Add : R Chandra Jrs

দেশের বিভিন্ন প্রান্তের বাম নেতা কর্মীরা শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গেই বিভিন্ন স্তরের রাজনীতিবিদরাও তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন।

Add : Lokenath

পিডিপি প্রধান মেহেবুবা মুফতি জানিয়েছেন, তাঁর পরিবার ও প্রিয়জনকে জানাই সমবেদনা। অত্যন্ত কষ্টের খবরটা।

Add: Bombay Briyani

বাংলার বাম নেতৃত্বের সঙ্গেই তাঁর নিবিড় যোগাযোগ ছিল। বার বার তিনি ছুটে আসতেন বাংলায়।

দীর্ঘদিন ধরেই বাম আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত। তাঁর মৃত্যুতে তৈরি হল গভীর শূন্যস্থান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here