বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম তিন শিশু।

0
637

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘণ্টা লাইভ :: ১৯ ফেব্রুয়ারি :: বারুইপুর :: বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম তিন শিশু। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার ঘুটিয়ারি শরিফে। বোমা ফেটে জখম ৩ শিশুকে তড়িঘড়ি পার্ক সার্কাসের চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গিয়ে ভরতি করেন স্থানীয়রা৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ঘুটিয়ারি শরিফ রেলগেট চত্বরে একটি বাড়ির পিছনে খেলছিল ওই ৩ শিশু৷ ফাঁকা ওই জায়গাতেই একটি বলের আকারের বস্তু পড়েছিল৷ নিজেদের মধ্যে খেলার ছলে একটি শিশু ওই বস্তুটি হাতে তুলে নেয়৷ মাটিতে পড়তেই আচমকা সেই বোমা ফেটে যায়৷ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। বিকট শব্দ পেয়ে ছুটে যান স্থানীয় বাসিন্দারা৷ তাঁরা গিয়ে দেখেন ফাঁকা ওই এলাকায় মাটিতে পড়ে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে ওই তিনটি শিশু৷ তিনজনেরই শরীরের বেশ কিছু অংশ ঝলসে গিয়েছে৷

তড়িঘড়ি জখম শিশুদের উদ্ধার করে কাছেই ঘুটিয়ারি শরিফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পার্ক সার্কাসে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে দেওয়া হয়৷ বর্তমানে ওই হাসপাতালেই জখম তিন শিশু চিকিৎসাধীন রয়েছে৷ জানা গিয়েছে, বোমা ফেটে একটি শিশুর হাতের একাংশ উড়ে গিয়েছে।
বল ভেবে বোমা নিয়ে খেলতে যাওয়াতেই বিপত্তি বাধে৷ বোমা ফেটে গুরুতরভাবে জখম হয় ওই তিনটি শিশু৷ এদিকে, জনবহুল ওই এলাকায় কোথা থেকে বোমা এল তার খোঁজ করতে শুরু করে দিয়েছে পুলিশ৷ তদন্তে নেমে ইতিমধ্যেই স্থানীয় এক বাসিন্দাকে আটক করেছে পুলিশ৷ আটক ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এবিষয়ে বিস্তারিত তথ্য মিলতে পারে বলে আশাবাদী পুলিশ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here