বাঁকুড়ার গঙ্গাজলঘাটির আনন্দপুর গ্রামে মনসা পূজার প্রসাদ খেয়ে অসুস্থ হলেন গ্রামের ৯ জন গ্রামবাসী ।

0
229

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২০শে সেপ্টেম্বর :: বাঁকুড়া :: গ্রামে আন্ত্রিকের প্রকোপ।মনসা পূজার প্রসাদ খেয়ে অসুস্থ হলেন গ্রামের ৯ জন গ্রামবাসী। ঘটনাটি বাঁকুড়ার গঙ্গাজলঘাটির আনন্দপুর গ্রামের ঘটনা। শুক্রবার রাতে মনসা পূজো উপলক্ষে একই পরিবারের ২৫ -৩০ জন সদস্য খিচুড়ি প্রসাদ খেয়ে ঘুমিয়ে পড়ে।

শনিবার সকাল থেকেই কয়েকজনের প্রচন্ড হারে পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা যায়। ধীরে ধীরে আরও বেশ কয়েকজনও অসুস্থ হয়ে পড়ে।

ঐ পরিবারের মোট ৯ জনকে অমরকানন গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের প্রাথমিকভাবে চিকিৎসা চলছে সেখানে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান প্রসাদে খাদ্য বিষক্রিয়ার কারণেই এই উপসর্গ তাদের দেখা দিয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। অমরকানন গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক দীপ কুমার সামন্ত জানান এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তারা প্রত্যেকেই অমরকানন গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here