বাঁকুড়ায় ইলেকট্রিক চুল্লি চালু হচ্ছে ।

0
142

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::৭ই জুন :: বাঁকুড়া :: আগামীকাল অর্থাৎ সোমবার থেকে বাঁকুড়ার লক্ষ্যাতড়া মহা শ্মশানের ইলেকট্রিক চুল্লি চালু হবে । বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে করোণা আক্রান্ত রোগীদের মৃতদেহ সৎকারের জন্য লক্ষ্যাতড়া মহাশ্মশানটিকে ঘোষণা করা হয়েছিল কিন্তু দীর্ঘ একমাস চুল্লি বিকল থাকায় করোণা আক্রান্ত দেহগুলি পোড়ানো সম্ভব হচ্ছিল না ফলে সমস্যায় পড়তে হচ্ছিল করোণায় আক্রান্ত মৃত পরিবারের সদস্যদের । অবশেষে বাঁকুড়া পৌরসভার উদ্যোগে আগামীকাল থেকে পুনরায় ইলেকট্রিক চুল্লি চালু হতে চলেছে । বাঁকুড়া পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল সাধারণ মানুষ ।

বাঁকুড়া পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দিলীপ আগারওয়াল আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , যান্ত্রিক ত্রুটির কারণে মাসখানেক চুল্লিটি বন্ধ ছিল লকডাউনের কারণে ইঞ্জিনিয়াররা আসতে পারছিলেন না ।

Advertisement

অবশেষে চুল্লি পুনরায় চালু করা হচ্ছে এর ফলে একদিকে যেমন করোণায় আক্রান্ত মৃতদেহ পোড়ানো যাবে অন্যদিকে তেমনি সাধারণ মৃতদেহগুলি কেও পোড়ানো যাবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here