বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহিদ সেনার উদ্দেশ্যে হিলিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল ২০২ মাউন্টেন ব্রিগেড।

0
272

দিলদার আলী :: ২৪ ঘন্টা লাইভ ::১২ই,ডিসেম্বর :: দঃ দিনাজপুর :: মুক্তিযুদ্ধের শহিদ সেনার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করল ২০২ মাউন্টেন ব্রিগেড। শনিবার সকালে হিলি শহিদ বেদি প্রাঙ্গণে শহিদ দিবস অনুষ্ঠানের আয়োজন করে জেলা অবসর প্রাপ্ত সৈনিক বোর্ড। অনুষ্ঠানে হাজির ছিলেন ২০২ মাউন্টেন ব্রিগেডের বিন্নাগুড়ি সেক্টরের সেনা আধিকারিক নাইব সুবেদার রবীন্দ্র কুমার যাদব, ১৯৯ নম্বর সীমান্তরক্ষী বাহিনীর সহকারী কমান্ডান্ট জগদীশ প্রসাদ, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, হিলি থানার ওসি প্রীতম সিং, হিলি পঞ্চায়েত সমিতির সভাপতি শুভঙ্কর মাহাত, হিলি পঞ্চায়েত প্রধান নিভারানী বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সামিল হয় ভারতীয় সেনা। মূল যুদ্ধটি হয় দক্ষিণ দিনাজপুর জেলার হিলি দিয়ে। ভারত বাংলাদেশের উন্মুক্ত সীমান্তে জড় হয়েছিল হাজার হাজার ভারতীয় সেনা। সেনার একটা বড় অংশ বাংলাদেশের(বর্তমান) অনেকটা ভেতরে ঢুকে ব্যাংকারে আশ্রয় নিয়েছিল। সেখানেই পাকিস্থানের আচমকা হামলায় একসঙ্গে শহিদ হয় ৪০০ বেশী ভারতীয় সেনা।

পরবর্তীতে পাল্টা আঘাত হেনে হাজারের অধিক পাকিস্থান সেনাকে নিহত করে ভারতীয় সেনা। পরবর্তীতে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। এদিকে শহিদ ওই ভারতীয় সেনাদের হিলি রমানাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে দাহ করা হয়। একাত্তরের ইতিহাসে ওই দাহকে গণদাহ বলেই উল্লেখ করা হয়। তারপর থেকে ১২ ডিসেম্বর দিনটিকে হিলি যুদ্ধের শহিদ দিবস বলে স্মরণ করা হয়।

এদিন প্রতিবছরের মতো নিয়ম মেনে পালন করা হয় শহিদ দিবস। কোভিড পরিস্থিতি থাকায় স্বাস্থ্যবিধি মেনে শহিদ স্মরণ অনুষ্ঠানটি করা হয়। অনুষ্ঠানের শুরুতে ২০২ মাউন্টেন ব্রিগেডের বিন্নাগুড়ি সেক্টরের সেনা আধিকারিক নাইব সুবেদার রবীন্দ্র কুমার যাদব শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শহিদের স্মৃতির উদ্দেশ্যে নিরাবতা পালন করে স্যালুট জানান তিনি। এরপরে সাংসদ সুকান্ত মজুমদার পুষ্পার্ঘ্য দান করে শহিদের প্রণাম নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য নিবেদন করে শহিদদের শ্রদ্ধার্ঘ্য জানান। করোনার জন্য এবছর নাচ, গান ইত্যাদি স্থগিত রাখেন আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here