বাড়ি বাড়ি সার্ভে করার নামে টাকা দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

0
225

দিলদার আলী ::২৪ঘন্টা লাইভ ::৯ই,এপ্রিল :::দক্ষিণ দিনাজপুর: ভোটের আগে বাড়ি বাড়ি সার্ভে করার নামে টাকা দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটের রবীন্দ্রনগরের খাদিমপুর এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এদিন খাদিমপুর এলাকায় এক যুবক বাড়ি বাড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আঁকা লিফলেট বিলি করছিল।

প্রত্যেকটা বাড়িতে যদি এস.সি এস.টি সম্প্রদায়ভুক্ত হন তাদের হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া আছে ওই লিফলেটে। অভিযুক্ত যুবক তৃণমূলের নেতৃত্বের নির্দেশে এই কাজ করছেন বলে জানিয়েছেন।

বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে৷ এবং ওই যুবককে আটক করে। বিষয়টি জানতে পেরেই বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here