‘বাড়ির বাইরে বেরবেন না’, অগ্নিগর্ভ বাংলাদেশে নাগরিকদের সতর্কবার্তা ভারতের

0
700

২৪ ঘন্টা লাইভ, নিজস্ব সংবাদদাতা, নিউজ ডেস্ক, ১৮ জুলাই ২০২৪; সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল শয়ে শয়ে পড়ুয়া। বিক্ষোভে জ্বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান।

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলিগের সদস্যরা। এর জেরে এখনও পর্যন্ত প্রাণ গিয়েছে ৬ জনের।

এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য উদ্বিগ্ন নয়াদিল্লি। নাগরিকদের বাড়ির বাইরে না বেরনোর সতর্কবার্তা জারি করেছে ভারত।

বৃহস্পতিবার গোটা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আতঙ্কে হোস্টেল ছাড়তে শুরু করেছেন পড়ুয়ারা।

এই পরিস্থিতিতে বাংলাদেশে থাকা ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে নয়াদিল্লি। নির্দেশিকায় বলা হয়েছে, ‘বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে কয়েকটি নির্দেশ দেওয়া হচ্ছে।

প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরবেন না। ভ্রমণ এড়িয়ে চলুন। যেকোনও সাহায্যের জন্য ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।’ ভারতীয়দের জন্য এমারজেন্সি নম্বরও চালু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here