বিষ্ণুপুর মেলায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর স্টলের শুভ উদ্বোধন করলেন শুভাশিস বটব্যাল ।

0
277

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ২৬শে ডিসেম্বর :: বাঁকুড়া :: করোনা আবহের মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে বিষ্ণুপুর হাই স্কুল মাঠে শুরু হয়েছে তেত্রিশ তম বিষ্ণুপুর মেলা । এবছর মেলার বিশেষ আকর্ষন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের স্টল । যেখানে একই জায়গায় বিভিন্ন ধরনের ফল সাধারণ মানুষরা হাতের কাছে পেয়ে যাবেন ।

আজ সেই স্টল গুলি উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা তৃণমূল নেতা শুভাশিস বটব্যাল । এছাড়াও স্টলের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর পৌরসভার প্রশাসক দিব্যেন্দু ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

শুভাশিস বটব্যাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন , বাঁকুড়া জেলায় হর্টিকালচারের কি অ্যাক্টিভিটি আছে তা তুলে ধরতেই এই স্টল তৈরি করা হয়েছে । এছাড়াও তিনি বলেন এ বছর নাসিকে পেঁয়াজের ফলন খারাপ হওয়াতে এরাজ্যে কম পেঁয়াজ এসেছে যার কারণে পেঁয়াজের দাম একটু বেশি হয়ে গেছিল । কিন্তু বর্তমানে নাসিক থেকে পেঁয়াজ আসছে এবং এ রাজ্যের পেঁয়াজ ইতিমধ্যেই বাজারে চলে এসেছে তাই এখন আর মানুষকে সমস্যায় পড়তে হবে না ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here