বীজপুর জুড়ে অব্যাহত রয়েছে পুকুর ভরাট করার কাজ

0
400

24GhontaLive নিজস্ব সংবাদদাতা / ব্যারাকপুর / 22 মার্চ 2021 :  কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি ও ভাটপাড়া পৌর অঞ্চলে একাধিক জায়গায় অভিনব কায়দায় ধীরেসুস্থে হচ্ছিল বেআইনিভাবে পুকুর ভরাট করার কাজ।

জেটিয়া পঞ্চায়েতের অন্তর্ভুক্ত বুঝিয়ে দেয়া হলো ডোবা

আমরা অভিযোগ পেয়ে ছুটে গিয়ে দেখতে পাই আর পৌর প্রশাসন কে জানালে নৈহাটিতে কয়েকটি ডোবা ভরাট কাজ প্রশাসন বন্ধ করে দিতে পারলেও আরো কয়েকটি ভরাট এর বিরুদ্ধে কোন পদক্ষেপ দেখা গেল না  প্রশাসনের।

হালিশহর 4 নম্বর ওয়ার্ডে ডোবা

এবং বর্তমানে ভাটপাড়া, কাঁচরাপাড়া ও হালিশহর জুড়ে জোর কদমে অব্যাহত এই বেআইনী কাজ।

হালিশহর 12 নম্বর ওয়ার্ডে চলছে ডোবা বোঝানোর কাজ

আশ্চর্যের বিষয় যে বীজপুর থানার 500 মিটার দূরত্বের মধ্যে ও এই কায়দায় চলতে থাকে এই পরিবেশ দূষণ করার কাজ।

কাঁচরাপাড়া 6 নম্বর ওয়ার্ড (নিচু বাসায়) চলছে এই ডোবা বোঝানোর কাজ

প্রসঙ্গত কাঁচরাপাড়া 6 নম্বর ওয়ার্ডের একটি বন্ধ্ধ হয়ে যাওয়াা ক্লাব এর ঠিক বিপরীত দিকে এক সময় ছিল বিরাট আকারের ডোবা।
কিন্তু বর্তমানে তার 50 শতাংশের ও বেশি ভাগ রাবিশ ও আবর্জনা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে।

অর্ধেকেরও বেশি ভাগ বুঝিয়ে দেওয়া হয়েছে এই ডোবা টি

আমরা সেই ডোবা ভরাটকারির নাম এই মুহূর্তে বলতে পারছি না কারন এই ধরনের খবর করলে আমরা একাংশের নজরে পড়ে যাচ্ছি । কারণ এই ধরনের কাজের সাথে লিপ্ত মানুষ গুলো কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ও রয়েছেন।

এই ক্লাবের বিপরীত দিকে চলছে ভরাটের কাজ

তার পর এদের দাবি যে এনাদের দৌড় আবার অনেক দূর পর্যন্ত। এমন কি নগরপাল থেকে মন্ত্রী পর্যন্ত না কি তাদের পরিচিতি।

Adv
Adv : Keshari Light House

তাই মনে করছি যে এদের বিরুদ্ধে খবর করলে প্রশাসনিক তৎপরতার বদলে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অভিযোগ ও ঋজু হয়ে যাচ্ছে। জোর করে তোলাবাজি তে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্তে পড়ে যেতে পারি বলে আমাদের আশঙ্কা।

Advertisement

কিছু অফিসার বাবু রা তো আমাদের উপর প্রতিনিয়ত রেগেই থাকছেন । তবে তাদের রাগ আমাদের জন্য ভয়ের কারণ হতে পারে না। কারণ আমরা এই ধরনের অনেক আপত্তি বিপত্তি কাটিয়ে আজ দু’বছর অতিক্রম করতে চলেছে আমাদের সংবাদ মাধ্যম।

Advertisement 8240054075

আমাদের তাদের কাছে শুধু একটি আবেদন, 24 ঘণ্টা লাইভ বা সমাচার সাতদিন পত্রিকা যে সমস্ত খবর করে থাকে তা একবার খুঁতীয়ে দেখার চেষ্টা করুন। কারণ আমরা যে কোনো খবর ই সঠিক ও খুব দাইত্ব সহকারে করে থাকি ।

Advertisement

এবার দেখার বিষয় যে কাঁচরাপাড়া 6 নম্বর ওয়ার্ডের এই পুকুর বোঝানোর বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে স্থানীয় প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here