বুধবার সকাল থেকেই শুরু হয় বৃষ্টি – শ্রীরামপুরের কাটাপোলে উঠে আসে ভয়ঙ্কর ছবি।

0
157

সুফল চন্দ::২৪ঘন্টা লাইভ ::৩০ইসেপ্টম্বর::শ্রীরামপুর, :: বুধবার সকাল থেকেই শুরু হয় বৃষ্টি । আবহাওয়া দফতর থেকে ‘গুলাব’ নামে ঘূর্ণিঝড়ের আভাস দেওয়া হয় । সেই আভাস থেকেই রাজ্যবাসীর মধ্যে সতর্কতা বৃদ্ধি পায় । বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে । এই বৃষ্টি পরিমান এত পরিমানে হয় যে বড় বড় বাড়ি ঘর বিপদের মুখে পড়ে । এমনকি অধিকাংশ ক্ষেত্র জলের তরে ভেসে যায়। তার জন্য প্রশাসন নানারকম পদক্ষেপ গ্রহণ করছে ।

কিন্তু প্রকৃতির কাছে সবার ক্ষমতা অচল। বুধবার সন্ধ্যায় শ্রীরামপুরের কাটাপোলে উঠে আসে ভয়ঙ্কর ছবি। কাটাপোলের ওপর দিয়ে চলে গেছে রেলপথ ও এইটি আবার শ্রীরামপুরের যাবার পথ। বেশ কয়েকদিন ধরে সারাদিন ঝর বৃষ্টির কারণে কাটাপোলের জায়গাটি প্রায় বন্যার আকার নিয়েছে। কাটাপোলের থেকে জাননগর রোড পর্যন্ত পুরো রাস্তা যেন নদীর রূপ নেয় । সেই রাস্তা দিয়ে মানুষজন খুবই সাবধান অবলম্বন করে যাতায়াত করছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here