বৃষ্টির জন্য গ্রামের অনেক মানুষের মাটির ঘর ধ্বসে যাওয়ার পথে

0
171

সুব্রত বাউরি  ::২৪ঘন্টা লাইভ ::১ই আগস্ট :: জামুড়িয়া :: বৃষ্টির কারণে গ্রামের অনেক মানুষের মাটির ঘর ধ্বসে যাওয়ার পথে। দুর্যোগের এই সময়ে “রাস্তার মাষ্টার” হিসেবে পরিচিত জামুড়িয়ার তিলকা মাঝি ট্রাইবাল প্রাইমারি স্কুলের শিক্ষক দ্বীপনারায়ণ নায়ক আদিবাসী এলাকায় গিয়ে অসহায় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। দ্বীপনারায়ণ বাবু নিজের উদ্যোগে যে সব বাড়িতে বৃষ্টির জন পড়ছে সেই সব বাড়িতে ছাদের ত্রিপল দেওয়ার ব্যবস্থা করেন। তিনি বলেন ঘর ধ্বসের আশংকা সত্ত্বেও, অন্য কোনও বিকল্প না থাকার কারণে লোকেরা এই জরাজীর্ণ বাড়িতে থাকতে বাধ্য হয়।

Advertisement

যেখানে যেকোনো সময় যে কোনও বড় দুর্ঘটনা ঘটতে পারে।এ জাতীয় মানুষকে সাহায্য করা মানবতার দিক থেকে আমাদের কর্তব্য।নিজের চেষ্টায় তিনি এরকম অনেক মানুষকে এই দুর্যোগের সময় ত্রিপল এবং খাদ্য সামগ্রী প্রদান করলেন।তিনি বলেন যে এই লোকদের সাহায্য করে আমি কেবল আমার মানবধর্ম পূরণ করেছি।সমাজের অন্যান্য মানুষকেও এই ধরনের লোকদের সাহায্য করার জন্য এগিয়ে আসতে হবে।এই সমস্ত মানুষও সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here