ব্যাপক বৃষ্টিতে ভাগীরথী নদীতে ভেসে গেল ৫০০ বোঝা পাটের জাগ, মাথায় হাত স্থানীয়দের

0
45

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ২ আগস্ট ২০২৪; ঘূর্ণাবর্তের জেরে নদীয়া জুড়ে চলছে ব্যাপক বৃষ্টি। অতি বৃষ্টিতে বিভিন্ন খাল,বিলে জলস্তর বেড়ে গেছে।

সকাল হতেই এবার ভাগীরথী নদীতে ভেসে আসছে জাগ দেওয়া পাট। তাতেই চাঞ্চল্য চড়িয়েছে শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ড এর স্টিমার ঘাট এলাকায়।

সকাল হতেই ভাগীরথী নদী দিয়ে একের পর এক জাগ দেওয়া পাটের বোঝা ভেসে যাচ্ছে দেখে এলাকাবাসিরা তৎপরতার সাথে সেই পাটের জাগ গুলিকে নিজেরাই উদ্ধার করার কাজ শুরু করে।
তবে এই বৃষ্টিতে এই ভাবে পাট ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হবে চাষীদের। এমনটাই জানাচ্ছেন এলাকাবাসিরা।

তবে কার পাট বা কোথা থেকে ভেসে আসছে এই পাটের বোঝা গুলি তা সকলেরই অজানা।

যদিও এলাকা বাসীরা জানাচ্ছেন প্রায় ৫০০ বোঝা পাটের জাগ ভেসে আসছে ভাগীরথী নদী দিয়ে এমনটাই জানান আলকাবাসিরা।

তবে যারা পাট গুলিকে উদ্ধার করছেন তারা জানাচ্ছেন একদমই কাঁচা পাট। কেউ জাগ দিয়েছিল তবে বৃষ্টির কারণে সেগুলি ভেসে যাচ্ছে।

বর্তমানে তারা এই পাট গুলি উদ্ধার করে জাগ দেবেন, যদি এই পাট গুলির জন্য চাষীরা আসেন এবং পর্যাপ্ত প্রমান দেন এবং রোজের টাকা দেন তাহলে এই পাট গুলি সেই চাষীদের ফিরিয়ে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here