ভাটপাড়া 35 নম্বর ওয়ার্ডে, ঘূর্ণিঝড় থেকে মানুষকে রক্ষার্থে অভিনব পদক্ষেপ ।

0
219

24 ঘন্টা লাইভ সংবাদদাতা, গত বছরে এসেছিল আম্ফান, এই বছর মে মাসে আসছে “Yaas” নামের ভয়াবহ ঘূর্ণিঝড়।

https://m.facebook.com/story.php?story_fbid=127243879471218&id=401789857312148

👆ঘুর্ণি ঝড় থেকে রক্ষার্থে গোপাল রাউত এর উদ্যোগ

এর আগাম বার্তা ছিল তাই বিভিন্ন জায়গায় মানুষকে সুরক্ষিত রাখতে উদ্যোগ দেখা গেলো সমাজসেবী দের ।

পুকুর ভরাট বেআইনি হলেও রক্ষা হয়েছে মানুষের জীবনের

এমনই এক অভিনব উদ্যোগ দেখা গেল জগদ্দল বিধানসভা এলাকার ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডে

 

আশংকা ছিল যে এ ধরনের ঘূর্ণিঝড় গুলোত ঘরবাড়ি বা মানুষ ডুবে যেতে পারেন জলাশয়গুলোতে ।

Add PM CUSINE

যাতে এলাকাবাসীরা এই ভয়াবহ ঝড়ের মধ্যে উড়ে গিয়ে পুকুরে ডুবে প্রাণ না হারান তাই, এখানকার কিছু স্থানীয় সমাজসেবী দের দ্বারা 35 নম্বর ওয়ার্ড জুড়ে প্রায় সমস্ত পুকুর ভরাট করে রক্ষা করলেন হাজার হাজার প্রাণের ।

Advertisement

এই মহৎ কাজে এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কো-অর্ডিনেটর মাননীয় বিমান বসু মহাশয়, পৌর প্রধান মাননীয় অরুন ব্যানার্জি মহাশয় এর বিশেষ যোগদান রয়েছে বলে মনে করা হচ্ছে ।

এলাকাবাসীরা দু হাত তুলে তাদের আশীর্বাদ করছেন, তাদের এই মহান চিন্তাধারা বাংলা জুড়ে এক উদাহরণ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে ।

জগদ্দলে বিনামূল্যে অক্সিজেন পার্লার

খুব শীঘ্রই তাদের প্রত্যেককে ব্যারাকপুর কমিশনারেট এর তরফ থেকে সম্মানিত করা হবে বলে মনে করছেন সামাজিক ব্যক্তিত্বরা ।

Advertisement

শুধু তাই নয় এই অভিনব উদ্যোগ কারীদের জন্য মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন করা হবে যাতে মানুষের প্রাণের রক্ষার্থে এই পদক্ষেপের জন্য তাদের জন্য কোন পুরস্কারের ব্যবস্থা করা হয় ।

Adv
Adv : Keshari Light House

এই সমাজসেবীদের উৎসাহ দেখে মনে করা হচ্ছে যে এই ঘূর্ণি ঝড় শেষ হলেই মানুষের স্বার্থে আগামী দিনে এলাকার শেষ কয়েকটি পুকুর গুলোকে ও দ্রুত বুঝিয়ে ফেলা হবে ।

Halisahar Municipality DMT

দীঘার সমুদ্রে বিভিন্ন সময় এই ধরনের ঝড়ের প্রভাবে ক্ষতি হয় মানুষের। তাই এই ক্ষয়ক্ষতি থেকে মানুষকে রক্ষার্থে, আগামী দিন দীঘার সমুদ্রের ও অর্ধেক অংশ ভরাট করতে এই দুই বিজ্ঞানী নেতা ও তাদের সহযোগীদের, আগামী দিন সেই কাজের দায় দিয়ে দেওয়ার চিন্তাভাবনা করা যেতে পারে রাজ্য সরকারের তরফ থেকে। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here