ভারতের সেনা ক্যানটিনে বিদেশি পণ্যে নিষেধাজ্ঞা জারি হলো ।

0
212

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ২৪শে অক্টবর :: নয়াদিল্লি :: ভারতের চার হাজার সেনা ক্যানটিনে বিদেশ থেকে আমদানি করা পণ্য কেনা বন্ধের নির্দেশ দিয়েছে মোদী সরকার। সেনাবাহিনীর ক্যানটিনগুলোতে মদ, বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য পণ্য ছাড়কৃত মূল্যে সেনা, প্রাক্তন সেনাসদস্য ও তাঁদের পরিবারের কাছে বিক্রি করা হয়।

এসব ক্যানটিনে বছরে ২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিক্রি হয়। এটি ভারতীয় মুদ্রায় ১৪ হাজার ৭৬৬ কোটি টাকার কিছু বেশি।১৯ অক্টোবর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ একটি নির্দেশিকায় বলা হয়, সেনা ক্যানটিনগুলো বিদেশ থেকে আমদানি করা জিনিস আর কিনবে না। বিষয়টি নিয়ে মে ও জুলাই মাসে সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বদেশি পণ্য প্রচার কর্মসূচির সমর্থনে এ উদ্যোগ নেওয়া হয়েছে।অবশ্য কোন কোন বিদেশি পণ্য ক্যানটিনে বিক্রি করা হবে না, তা নির্দিষ্ট করা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here