ভিন রাজ্য থেকে গ্রেপ্তার রানীগঞ্জের সেনকো গোল্ড সোনার দোকানের হামলার এক কুখ্যাত অপরাধী

0
133

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা/ ওয়াসিম খান/ আসানসোল/ ১১ জুন ২০২৪; রানীগঞ্জের সেনকো গোল্ড সোনার দোকানে কোটি টাকার ডাকাতির ঘটনায় এক কুখ্যাত অপরাধীকে গ্রেফতার করা হলো।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম সোনু সিং। তার বাড়ি বিহারের সিওয়ানে। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের গিরিডির সারিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে ধানবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসানসোল হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

কোমরের ওপরে পিঠে গুলিবিদ্ধ হন তিনি। মঙ্গলবার সকালে রানিগঞ্জ থানার পুলিশ আসানসোল আদালতে রানিগঞ্জ মামলায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় নথি পেশ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here