ভোটার সচেতনা কর্মসূচির জন্য নোংরা হল কুতুব মিনার।

0
621

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘণ্টা লাইভ :: ৪ ঠা ফেব্রুয়ারি :: নয়াদিল্লি :: দক্ষিণ দিল্লি জেলা প্রশাসন কুতুব মিনারে ভোটার সচেতনা কর্মসূচির আয়োজন করেছিল গত শনিবার সন্ধ্যায় ৷ এদিকে ওই কর্মসূচির জন্য নোংরা হয়েছে ও স্থান ৷ কারণ আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) কর্মীরা অভিযোগ করেছেন, যারা এর আয়োজন করেছেন তারাই নিয়ম ভেঙে রান্না করেছে এবং যত্রতত্র নোংরা আবর্জনা ছড়িয়েছে ৷

জেলা নির্বাচনী অফিসার শনিবার সেখানে বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ওই খানে কারণ ভোটারদের ভোটের প্রতি আকর্ষণ বাড়িয়েছে৷ দক্ষিণ দিল্লির ডিএম বিএম মিশ্র জানান,এটা একটা সরাসরি অংশ গ্রহণের ইভেন্ট হলেও দেখা যায় কুতব মিনার দেখতে আসা লোকেরাও এর মধ্যে ঢুকে পড়ে৷

এএসআই কর্মীরা দাবি করেছেন, আয়োজকরা যখন রবিবার সকালে ওখান থেকে বেরিয়ে আসেন তখন ওই স্থানে যত্র তত্র জজ্ঞাল ছড়িয়ে ছিল এবং কিছু রান্নাও হয়েছিল৷

মিশ্র স্বীকার করেছেন, তাদের স্টাফ এবং এএসআই স্টাফেদের মধ্যে ঝগড়া চলছিল অবশ্য৷ এএসআই কর্মীরা দাবি করেন, খাবার এবং পানীয় দেওয়া হচ্ছিল যারা সেখানে ভিড় করেছিল তাদের৷ যদিও এএআইএস কর্মীদের অভিযোগ,আগেই জানানো হয়েছিল যে এখানে কোন রকম ব্যানার এবং খাবার দাবার ইত্যাদি আনা যাবে না৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here