মর্মান্তিক! রিলস বানাতে গিয়ে জলে ঝাঁপ, ঘটে গেল বিরাট অঘটন, নাবালকের নির্মম পরিণতি!

0
101

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ৫ আগস্ট ২০২৪; জলের স্রোতের রিলস বানাতে গিয়ে ভেসে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে বারুইপুরের উত্তর ভাগ পাম্পিং স্টেশনে। নিখোঁজ কিশোরের নাম মহম্মদ শামিম।

তার বাড়ি বারুইপুরেরই মল্লিকপুরে। এখনো পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায়নি। বিকেল চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
তার সন্ধানের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। সংরক্ষিত এলাকায় ঢুকে জলের স্রোতের সাথে রিলস বানাতে গিয়ে বেঁচে গেল এক কিশোর।
এলাকার বাসিন্দাদের বক্তব্য উত্তরভাগ পাম্পিং স্টেশন যেন এক পর্যটন কেন্দ্র। প্রায়ই বিভিন্ন জায়গার মানুষ এখানে ঘুরতে আসেন।

অতিরিক্ত বৃষ্টি হলে সেই সংখ্যাটা আরো বাড়ে। কলকাতা পৌর এলাকা, রাজপুর সোনারপুর, বারুইপুর এমনকি উত্তর ২৪ পরগনার একটা অংশের জল এই উত্তরভাগ পাম্পিং স্টেশন হয়ে বিদ্যাধরী ও মাতলা নদীতে গিয়ে পড়ে।

জমা জল পাম্পিং স্টেশন হয়ে খালে পড়ার সময় বিরাট স্রোতের সৃষ্টি হয়। তা দেখতে ভিড় জমান অনেকেই।

এই দৃশ্য দেখতে এবং ভিডিও রিল্স বানাতে কয়েকজন বন্ধুর সাথে বারুইপুরেরই মল্লিকপুর এলাকা থেকে এখানে এসেছিল মোঃ শামীম।

জলের স্রোতে সে ভেসে যায়। বাকি বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি।
এদিকে এই ঘটনা জানাজানি হলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আছেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাগ সরদার।

নিখোঁজের সন্ধানে তল্লাশি চলছে বলে জানান তিনি। পাশাপাশি তার আরো বক্তব্য, এটা ভ্রমণ কেন্দ্র বা আড্ডা মারার জায়গা নয়।

নিরাপত্তারক্ষীরা বারণ করলে তাদের মারধর করা হয়। প্রশাসন দেহ খোঁজার চেষ্টা করছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here