মালদায় কালবৈশাখীর সঙ্গে শিলাবৃষ্টিতে আমের চাষের ব্যাপক ক্ষতি।

0
626

হক জাফর ইমাম :: ২৪ ঘন্টা লাইভ :: ১৫ই,এপ্রিল :: মালদা :: গোটা দেশে চলছে লকডাউন অন্যদিকে বছরের শুরুতেই কালবৈশাখীর দাপট সঙ্গে শিলা বৃষ্টি। ব্যাপক ক্ষতি আমের। কপালে চিন্তার ভাঁজ পড়েছে মালদা জেলার আম ব্যাবসায়ীদের।জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, মালদা জেলায় ৮০ শতাংশ বাগানে সেচের ব্যবস্থা নেই। এদিনের বৃষ্টিতে আমের পক্ষে খুব ভাল। তবে যে সমস্ত এলাকায় শিলা বৃষ্টির ফলে আমে দাগ পড়েছে সেগুলির ক্ষতির সম্বভবনা রয়েছে।মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, এই শিলা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা আমের। মালদা জেলার প্রায়১৫ টি ব্লকের ৩১ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়। জেলার অর্থনৈতির একটি মোটা অংশ নির্ভর করে এই আম চাষে। লকডাউন অবস্থায় শিলা বৃষ্টির জেরে আমের ফলনের ক্ষতি হওয়ায় এখন দুশ্চিন্তায় জেলার আম চাষি এবং ব্যবসায়ীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here