মালদা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসতে চলছে তৃণমূল কংগ্রেস।

0
200

কুমার মাধব :: ২৪ঘন্টা লাইভ :: ৫ই,মে:: মালদা :: মালদা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসতে চলছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি অন্যান্য যে সমস্ত কর্মাধ্যক্ষ দল পরিবর্তন করে বিজেপিতে গেছে তাদের বিরুদ্ধেও অনাস্থা নিয়ে আসা হবে। বিজেপির দাবি জেলা পরিষদ তাদের দখলে রয়েছে।

জানা গিয়েছে মালদা জেলা পরিষদে মেট আসন ৩৮টি। ভোট হয়েছিল ৩৭ টি আসনে। ২০১৮ সালের নির্বাচনে ২৯টি আসন পায় তৃণমূল কংগ্রেস। কংগ্রেস পায় দুটি বিজেপি পায় ৬টি। সভাধিপতি নির্বাচিত হয় গৌর চন্দ্র মন্ডল। ভোট ঘোষনার পর গৌর চন্দ্র মন্ডল বেশ কয়েকজন কর্মাধক্ষ্যকে নিয়ে বিজেপিতে যোগ দেয়। স্বাভাবিক ভাবে বিজেপির দাবি তাদের আসন সংখ্যা ২১টি।

ফলে জেলা পরিষদ তাদের দখল রয়েছে। এই নিয়ে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ও বিজেপি শিবিরে এক প্রস্থ আলোচনা হয়। এরপর এদিন জেলা তৃণমূল গৌর চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে। পাশাপাশি যে সমস্ত কর্মাধক্ষ্য দল ছেড়ে গিয়েছে তাদের বিরুদ্ধেও অনাস্থা ডাকা হবে বলে জানা জেলা তৃণমূল কো-অডিনেটর হেমন্ত শর্মা।

যদিও বিজেপি জেলা সভাপতি গোবিন্দ্র চন্দ্র মন্ডল বলেন তাদের ২১টি আসন আছে ফলে জেলা পরিষদ আমাদের দখলে রয়েছে। ওরা অনাস্থা ডাকলে সময় আসলে বোঝা যাবে। গৌর চন্দ্র মন্ডল বলেন,ওদের কাজ ওরা করবে সময় আসলে আমরা প্রতিহত করার চেষ্টা করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here