মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার তৃতীয় ঢেউ রুকতে পরিকাঠামো তৈরি করা হয়েছে।

0
175

কুমার মাধব ::২৪ঘন্টা লাইভ ::৯ই জুলাই ::মালদা :: করোনার তৃতীয় ঢেউ আরো বেশি ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার শিশুদের মধ্যে করোনা সংক্রমণ ছাড়ানোর আশংকা সবথেকে বেশি। তাই ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নির্দেশে প্রস্তুতি শুরু হয়েছে প্রতিটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল গুলিতে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার তৃতীয় ঢেউ রুকতে পরিকাঠামো তৈরি করা হয়েছে। করোনা আক্রান্ত শিশুদের জন্য আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে বিশেষ রিকোয়ার্ড।

বুধবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকিট পরিদর্শনে আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের দুজনের এক প্রতিনিধি দল। এদিন তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়াজ শিশুদের জন্য তৈরি ও অক্সিজেন প্লান্ট পরিদর্শন করেন। সমস্ত কিছু প্রদর্শন করার পর প্রতিনিধিদলের কর্তা জানান। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পরিকাঠামো ঠিকঠাকই রয়েছে। তবে কিছু বেড এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম এর প্রয়োজন। সেগুলি স্বাস্থ্য দপ্তর কে জানাব এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত পরিকাঠামো এবং বেডের প্রয়োজন রয়েছে সেগুলো দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here