মুকেশ আম্বানির বাড়ির কাছে উদ্ধার হলো বিস্ফোরক ভর্তি গাড়ি

0
278

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ২৫ শে ফেব্রুয়ারি :: মুম্বাই :: মুকেশ আম্বানির বাড়ির অদূরে বিস্ফোরক উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়াল। বিস্ফোরকের পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি পরিত্যক্ত গাড়িও। গোটা এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ও পুলিশ। গাড়ির ভিতর থেকে জিলেটিন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মুম্বই পুলিশের PRO।

স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, জিলেটিন ভর্তি একটি গাড়ি উদ্ধার করা হয়েছে মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে। গোটা ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় কারমাইকেল রোডে একটি সন্দেহজনক গাড়ির হদিশ মেলে। এরপরই পুলিশকে সতর্ক করা হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় নয়াদিল্লির ড. এ পি জে আব্দুল কালাম রোডে ইজরায়েলের দূতাবাসের কাছে বিস্ফোরণ হয়। স্বল্প ক্ষমতাসম্পন্ন IED বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীতে। ইজরায়েল দূতাবাসের ফটক চত্বরে বিস্ফোরণের ঘটনার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-এর হাতে তুলে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঘটনার তীব্র নিন্দা করেন মোদী। তারপরই বিস্ফোরণকাণ্ডের তদন্তভার NIA-র হাতে তুলে দেয় কেন্দ্র।

ইজরায়েলি দূতাবাসের বাইরে বিস্ফোরণের ঘটনায় উঠে এসেছে ইরানি যোগও। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হুমকি চিঠিতে দুই ইরানি নাগরিকের হত্যার ঘটনারও উল্লেখ রয়েছে। চিঠিতে লেখা ছিল, এটা কেবলমাত্র ট্রেলার। এছাড়াও সেনা কমান্ডার জেনারেল কাসিম সুলেমানির হত্যার বদলা নেওয়ার কথাও লেখা রয়েছে চিঠিতে।

অন্যদিকে, এক জইশ-ই-মহম্মদ জঙ্গির গ্রেফতারির পর উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তার জেরে কার্যত গোয়েন্দা সংস্থার আধিকারিকদের ঘুম উবে যাওয়ার জোগার হয়। জানা যায়, দিল্লিতে সর্দার প্যাটেল ভবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় রেকি করেছিল ওই জঙ্গি। রেকির পর বিভিন্ন তথ্যাদি পাকিস্তানের হ্যান্ডলারের কাছে তুলে দিয়েছে।

যে জায়গাগুলিতে রেকি করেছে ওই জঙ্গি, তার মধ্যে অন্যতম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের অফিস। এ তথ্য মেলার পরই ডোভালের বাসভবনে নিরাপত্তা জোরদার করা হয়।এই ঘটনার কয়েকদিনের মাথায় দেশের সবথেকে ধনী ব্যক্তির বাড়ির সামনে যেভাবে বিস্ফোরক উদ্ধার হল, তাতে চিন্তায় পুলিশ-প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here