মুখ্যমন্ত্রীর শপথের পর, কারা কারা দল বদলের পথে ?

0
289

24 ঘণ্টা লাইভ সংবাদদাতা /ব্যারাকপুর / 5মে2021: বিধানসভা নির্বাচনে বিপুল ধসের পর নিচুতলার কর্মীদের ফেলে রেখে এলাকা থেকে উধাও প্রায় সমস্ত BJP নেতারা ।

Advertisement

সন্দেহ এবার এই নেতাদের চেষ্টা চলছে পালা বদলের ।

Adv
Adv : Keshari Light House

হামলার শিকার হচ্ছেন দিকে দিকে বিজেপি কর্মীরা । তাদের রক্ষায় নেবে পড়েছেন স্বয়ং তৃনমূল নেতারা ।

Advertisement 8240054075

নির্বাচন সম্পন্ন হলো সম্পূর্ন ভাবে শান্তিপূর্ন পরিস্থিতিতে ।

তবে এবার তৃনমূল স্তরের অসংখ্য কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও জনগণের বিপুল সমর্থন পুনরায় ক্ষমতায় নিয়ে এসেছে তৃনমূল কে ।

জয়ের পর মমতা ও অভিষেক ব্যানার্জি

যে অসংখ্য কর্মীরা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে লড়াই দিয়ে, বিজেপির মতন বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল বিজেপিকে কিস্তি মাত করেছেন  ।

সোশ্যাল মিডিয়ায় তৃনমূল কর্মীদের পোস্ট

ক্ষমতায় আসার পর সেই কর্মীদের একই দাবি দলের কাছে, যে গাদ্দার বা দল ত্যাগিদের জাতে আবার ফিরিয়ে না নেওয়া হয় ।

সোশ্যাল মিডিয়ায় কর্মিদের পোস্ট

আজই তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ।

আর ঠিক তার পরেই ব্যারাকপুরের বিজেপির বেশ কিছু বড়ো নেতার নাম শিরোনামে আসছে যে তারা না কি তৃণমূলে ফিরতে ইচ্ছুক ।

সোশ্যাল মিডিয়ায় কর্মিদের পোস্ট

তার মধ্যে বিশেষ করে নাম আছে বেশ কয়েক বিজেপি নেতাদের ।

সোশ্যাল মিডিয়ায় তৃণমুল কর্মিদের মনের কথা

বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী এই লিস্ট এ সম্ভাব্য নাম আছে সাংসদ অর্জুন সিং, বিধায়ক মুকুল রায় ও পবন সিংহ, প্রাক্তন বিধায়ক সুনীল সিং, শুভ্রাংশু রায়, শিলভদ্র দত্ত সহ গোটা 50 জন প্রাক্তন কাউন্সিলর দের বলে উড়ে বেড়াচ্ছে খবর ।

ইতিমধ্য নৈহাটি র বিধায়ক ও তৃনমূল রাজ্য কমিটির সদস্য পার্থ ভৌমিক এর কাছে এরকমই একটি আবেদন ও এসেছে ।

তবে খবর অনুযায়ী দলের বেশ কিছু নেতারা ভিতর ভিতর নেবে পড়েছেন এর বিরোধিতায় ।

দল বদলের বিরুদ্ধে তৃনমূল নিচুতলার কর্মীদের বক্তব্য

কেউ কেউ বলছেন যে যাদের বিরুদ্ধে এই কঠিন লড়াই করলাম, আবার তাদের কে দলে নিয়ে নিলে মানুষ এর মধ্য দলের প্রতি খারাপ সংকেত যাবে ।

দেখা গিয়েছে যে লোকসভা নির্বাচনের ভালো ফলাফল করার পর একই ধাঁচের একগুচ্ছ তৃণমূলীদের যোগদান করা হয়েছিল দলে, আর কার্যত  দলের পুরোনো কর্মী দের ক্ষোভের ফল  আজ বিধানসভা নির্বাচনে বিজেপির এই দুরবস্থা ।

Advertisement

তাই চূড়ান্ত সিদ্ধান্ত দল কেই নিতে হবে যে তারা মানুষের রায়কে সম্মান দেবেন, না কি দলের সাথে গদ্দারি করা লোকেদের দেবে সম্মান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here