মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন এমাসে মোট্ আট দিন সম্পূর্ণ লকডাউন হচ্ছে – দিলেন নির্ঘন্ট !

0
265

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ২৮শে জুলাই :: কোলকাতা :: অবশেষে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রাজ্যে সপ্তাহে দু দিন করে যেমন সম্পূর্ণ লকডাউন হচ্ছে, সে ভাবেই চলবে ৩১ অগস্ট পর্যন্ত। পাশাপাশি জানিয়েছেন, করোনাভাইরাসকে বাগে আনা সম্ভব হলে শিক্ষক দিবসের পর খুলতে পারে স্কুল-কলেজ।

আজ মুখ্যমন্ত্রী জানান, এ সপ্তাহে বুধবারের পর আবার রবিবার লকডাউন হবে। আগস্ট মাসে প্রতি রবিবার লকডাউন হবে রাজ্যে। তিনি সম্পূর্ণ তারিখ জানিয়ে বলেছেন, ‘আগামী রবিবারের পর ৫ অগস্ট বুধবার আবার সার্বিক লকডাউন হবে। তারপর ৮ ও ৯ আগস্ট পুরোপুরি লকডাউন হবে।’ তবে সোমবার রাখি পূর্ণিমার জন্য লকডাউন করা যাচ্ছে না বলে জানান তিনি। তার পরিবর্তে বুধবার ৫ অগস্ট লকডাউন হবে। রাখি পূর্ণিমার পাশাপাশি বকরি ঈদ ও স্বাধীনতা দিবসকেও লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে।

অগস্ট মাসে লকডাউনের যে তারিখগুলি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তা দেখে নিন একনজরে…
সম্পূর্ণ লকডাউন প্রতি সপ্তাহে দু দিন। ২ ও ৫ অগস্ট / ৮ ও ৯ অগস্ট / ১৬ ও ১৭ অগস্ট / ২২ ও ২৩ অগস্ট / ২৯ ও ৩০ অগস্ট ।

স্কুল-কলেজ খোলার বিষয়ে এ দিন মুখ্যমন্ত্রী জানান, অগস্ট মাসে এই লকডাউন প্রক্রিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেপ্টেম্বরে শিক্ষক দিবসের পর থেকে পুজো পর্যন্ত নিয়ম মেনে এক দিন অন্তর স্কুল কলেজ খোলার কথা বিবেচনা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here