মুম্বাইয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের কবলে জিএসটি ভবন

0
519

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘণ্টা লাইভ :: ১৭ ফেব্রুয়ারি :: মুম্বাই :: বিধ্বংসী অগ্নিকাণ্ডের গ্রাসে মুম্বইয়ের বাইকুল্লার জিএসটি ভবন। সোমবার জিএসটি ভবনের ৮ তলায় প্রথমে আগুন লেগে যায়। তা থেকে ৯ তলায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের সতেরোটি ইঞ্জিন।

বেশ কয়েকজন ওই ভবনের ভিতরে আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।সোমবার দুপুরে মুম্বইয়ের বাইকুল্লার মহারানা প্রতাপ চকের জিএসটি ভবনে কাজ চলছিল। আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় বহুতল। তারপর বোঝা যায় জিএসটি ভবনে ৮ তলায় আগুন লেগে গিয়েছে। তবে পরিস্থিতি সামাল দেওয়ার আগেই ৯ তলাতে আগুন ছড়িয়ে পড়ে।

তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের ১৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে আগুন নেভানোর কাজ।ওই ভবনের ভিতরে বেশ কয়েকজন আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এনে ভিতরে আটকে পড়াদের উদ্ধার করার চেষ্টা করছে।

তবে কালো ধোঁয়ার তীব্রতায় ভিতরে ঢুকতে পারছেন না প্রায় কেউই। কীভাবে জিএসটি ভবনে আগুন লেগে গেল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। দমকল কর্মীরা অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here