মোট আট দফার নির্বাচন নির্ঘন্ট নিয়ে অন্য পরিকল্পনার গন্ধ পাচ্ছে রাজনৈতিক মহল ?

0
271

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ২৬শে,ফেব্রুয়ারি :: কোলকাতা /নয়াদিল্লি ::

অন্য পরিকল্পনার

গন্ধ  ?

অবশেষে বহু প্রতিক্ষিত ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার সুনীল অরোরা বিকেল সাড়ে চারটে নাগাদ সাংবাদিক বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। এবার ক্রমেই রাজ্যে ভোট রঙ্গ জমে উঠছে । কালীঘাটের বাড়িতে মহাযজ্ঞের আয়োজন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ বাড়ি লাগোয়া তৃণমূলের কার্যালয়ে যজ্ঞ হয়। সকাল থেকে সেই যজ্ঞে বসে ছিলেন যুব তৃণমূলের সভাপতি, সাংসদ তথা দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছিলেন মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। পুরীর মন্দিরের দ্বৈতাপতি এই যজ্ঞ করেছেন।

ভোটের দিনক্ষণ ঘোষণার দিন তৃণমূলের এই যজ্ঞ, যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। তবে ভোটের দিন ঘোষণার সঙ্গে যজ্ঞের কোনও সংযোগ নেই বলে দাবি তৃণমূলের। তাদের দাবি, শুক্রবারের যজ্ঞ আগে থেকেই পরিকল্পিত।

এদিকে ২৯৪ আসনের পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট গ্রহণের কথা ঘোষণা করেছে নির্বাতন কমিশন। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।৮ দফার ভোট শুরু হচ্ছে ২৭ মার্চ থেকে। প্রথম দফাতেই ৩০টি আসনে ভোট। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১, পূর্ব মেদিনীপুর পার্ট ১-এ ভোট গ্রহণ হবে প্রথম দফায়। দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল। ৩০ টি আসনে হবে ভোট গ্রহণ। বাঁকুড়া পার্ট ২, পশ্চিম মেদিনীপুর ২, পূর্ব মেদিনীপুর ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ১ হবে ভোট গ্রহণ। তৃতীয় দফা ৬ এপ্রিল । মোট ৩১টি আসনে হবে ভোট গ্রহণ। হাওড়া পার্ট ১, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ২ এ হবে ভোট গ্রহণ। চতুর্থ দফা ১০ এপ্রিল। মোট ৪৪টি আসনে হবে ভোট গ্রহণ। হাওড়া ২, হুগলি ২, দক্ষিণ ২৪ পরগনা ৩, আলিপুরদুয়ার, কোচবিহারে হবে ভোট গ্রহণ।

পঞ্চম দফায় ভোট গ্রহণ ১৭ এপ্রিল । মোট ৪৫টি আসনে হবে ভোট গ্রহণ। উত্তর ২৪ পরগনা ১, নদিয়া ১, পূর্ব বর্ধমান ১, দার্জিলিং , কালিম্পং, জলপাইগুড়িতে হবে ভোট। ষষ্ঠ দফা ২২ এপ্রিল। মোট ৪৩টি আসনে হবে ভোট গ্রহণ। উত্তর ২৪ পরগনা ২, নদিয়া ২, পূর্ব বর্ধমােন হবে ভোট গ্রহণ। সপ্তম দফার ভোট ২৬ এপ্রিল। মোট ৪৩টি আসনে ভোট। মালদহ ১, মুর্শিদাবাদ ১, পশ্চিম বর্ধমান পার্ট ২, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুরে ভোট গ্রহন। অষ্টম দফায় ভোট ২৯ এপ্রিল। মোট ৩৫টি আসনে ভোট হবে। মালদহ ২, মুর্শিদাবাদ ২, বীরভূম, কলকাতা উত্তরে ভোট গ্রহণ হবে।

শহর কলকাতায় ২ দফায় ভোট গ্রহণ হবে এবার। উত্তর কলকাতায় এক দফায় ভোট হবে আর দক্ষিণ কলকাতায় আরও এক দফায় ভোট হবে। উত্তর কলকাতায় ভোট হবে ২৬ এপ্রিল। সপ্তম দফায়। আর দক্ষিণ কলকাতা ভোট হবে অষ্টম দফায়। ২৯ এপ্রিল। হঠাৎ করে কলকাতায় ২ দফায় ভোট ঘোষণা অন্য উদ্দেশ্য দেখছে রাজনৈতিক মহল। একেবারে সুপরিকল্পিত অঙ্ক কষে ভোটের দফা ঘোষণা করা হয়েছে। এমনই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here