মোদির তৃতীয় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তৃণমূলের কেউ

0
50

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ পশ্চিমবঙ্গ/ ৯ জুন ২০২৪ ; রবিবার নয়াদিল্লিতে তৃতীয় মোদি সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দেবেন না তৃণমূলের কোনও নেতাই, এমনটাই নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার এনডিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের। সেই মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু শপথের অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নয়াদিল্লিতে।

এর মধ্যেই জল্পনা চলছিল যে বিরোধী ইন্ডিয়া জোটের নেতাদের মধ্যে কে বা কারা মোদির মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তৃণমূলের দাবি, রবিবার বেলা ১টা নাগাদ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালায়ে এনডিএ-র মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান সংক্রান্ত কয়েকটি সাধারণ আমন্ত্রণপত্র আসে, কোনও ফোন বা ইমেল আসেনি।সেই সঙ্গে শনিবার নব নির্বাচিত সাংসদদের সঙ্গে তৃণমূল নেত্রী মমতার বৈঠকে, নেত্রীর দেওয়া নির্দেশ মতো তৃণমূলের কেউ শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না।

শুধু তৃণমূলই নয়, ‘ইন্ডিয়া’ জোটের কোনও প্রতিনিধি শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন কি না সেই নিয়েই প্রশ্ন রয়েছে। কংগ্রেস সূত্রে খবর, সৌজন্য রক্ষা করতে শপথ অনুষ্ঠানে থাকতে পারেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here