রক পাইথন উদ্ধারকে ঘিরে আতঙ্ক বাঁকুড়ায়।

0
166

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::২৮ই সেপ্টেম্বর :: বাঁকুড়া :: বাঁকুড়ার বড়জোড়া থেকে প্রায় ৫ ফুট লম্বা রক পাইথন উদ্ধার করেন বন দফতরের কর্মীর ৷ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে বড়জোড়া ব্লকের মালিয়াড়া গ্রাম পঞ্চায়েতের মেটেলি গ্রামে । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঐ গ্রামের বাসিন্দাদের মধ্যে ৷

স্থানীয় সূত্রে খবর, দামোদর তীরবর্ত্তী ঐ গ্রাম সংলগ্ন একটি জোড়ে মাছ ধরার জালে আটকে পড়ে প্রায় ৫ ফুট লম্বা ঐ পাইথনটি। গ্রামবাসীরা বিষয়টি বুঝতে পেরে বন দফতরে খবর দেওয়া হলে বড়জোড়া রেঞ্জের কর্মীরা এসে পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যান ৷ বনদপ্তর সূত্রে উদ্ধার হওয়া ঐ সাপটি ‘রক পাইথন’ প্রজাতির বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here