রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় বড় পদক্ষেপ আদালতের

0
118

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা/ নিউজ ডেস্ক / ২১ মে ২০২৪ ; লোকসভা ভোটের মাঝে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সম্প্রতি শোরগোল পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্তরে। রাজ্যপালের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের শাসক দল।

অপরদিকে, বিজেপির অভিযোগ তৃণমূল পরিকল্পিত ভাবে রাজ্যপালকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে, রাজ্যপালের বিরুদ্ধে সমস্ত অভিযোগই মিথ্যা। তবে, এবার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলায় বড় পদক্ষেপ গ্রহণ করলো আদালত। রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ কাণ্ডে ওএসডি সহ রাজভবনের ৩ কর্মীর আগাম জামিন দেওয়া হয়েছে।

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছে ব্যাংকশাল আদালত। রাজ্যপালের ওএসডি সহ রাজভবনের ৩ কর্মীকে তলব করেছিল লালবাজার।

জানা গিয়েছে, গত রবিবারও তলব সত্ত্বে লালবাজারে আসেননি রাজভবনের এই ৩ কর্মী। সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের মামলায় রাজভবনের আরও ৪ কর্মীকে তলব করেছে পুলিশ। রাজভবনের ৪ কর্মীকে সাক্ষী হিসেবে তলব করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়।

এদিকে রাজ্যপালের কাছে রাজভবনের ঘটনার ফুটেজ চাওয়া হলে তিনি কেবল রাজভবনের বাইরের সিসিটিভি ফুটেজ দেওয়ায় তৃণমূল সেই ঘটনাটিকে বড়ো অস্ত্র হিসেবে তুলে ধরছে ভোটপ্রচারের ক্ষেএে। এবার রাজ্যপালের বিরুদ্ধে মামলা নতুন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here