রাজ্যে বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনা ও বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্যে এল কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের একটি বিশেষ দল।

0
178

নরেশ ভকত::২৪ ঘন্টা লাইভ ::৮ ই জুলাই ::বাঁকুড়া :: রাজ্যে বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনা ও বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ রাজ্যে এল কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের একটি বিশেষ দল। আজ দুপুরে চার সদস্যের ওই দল প্রথমে যায় বাঁকুড়া জেলায়। প্রথমে বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের পখন্না গ্রামে যান ওই সদস্যরা ।

গ্রামে আক্রান্ত বিজেপি কর্মী রানা ধীবর ও অভিষেক ভট্টাচার্যর বাড়িতে গিয়ে দুটি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তাঁরা। দুটি পরিবার মিলিয়ে প্রায় এক ঘন্টা ধরে তাঁরা কথাবার্তা বলে পরিবারদুটির উপর আক্রমণের পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করেন ওই প্রতিনিধি দলের সদস্যরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here