রাজ্য সরকারের “মাটি সৃষ্টি” প্রকল্পের অনুষ্ঠানিক ভাবে চালু হয়ে গেল বাঁকুড়া জেলায়।

0
606

নরেশ ভকত :: ২৪ ঘন্টা লাইভ :: ১৯শে মে :: বাঁকুড়াঃ:: রাজ্য সরকারের “মাটি সৃষ্টি” প্রকল্পটি অনুষ্ঠানিক ভাবে চালু করলেন বাঁকুড়া জেলা পরিষদের ‘মেন্টর’ অরুপ চক্রবর্ত্তী। এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকেরাও একশো দিনের কাজের সুযোগ পাবে বলে জানিয়ে দিলেন তিনি। বাইরে থেকে বাড়ি ফিরে একশো দিনের কাজ প্রকল্পে কাজ করতে চাইলে সেক্ষেত্রে ব্লক বা জেলা প্রশাসনের কাছে আবেদন করতে হবে। মঙ্গলবার বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে “মাটি সৃষ্টি” প্রকল্পে বিশেষ রোজগার দিবসের অনুষ্ঠানে সিমলাপালে একথা বলেন বাঁকুড়া জেলা পরিষদের ‘মেন্টর’ অরুপ চক্রবর্ত্তী।

” বাঁকুড়া জেলা প্রশাসন দিচ্ছে ডাক ১০০ দিনের কাজে মহিলারা এগিয়ে যাক ” এই স্লোগানকে সামনে রেখে স্থায়ী সম্পদ সৃষ্টির উপর জোর দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরণের মরশুমী ফলের বাগান তৈরী, মাছ চাষের উপযোগী ‘হাপা’ অর্থাৎ ছোটো পুকুর তৈরী করে মাছ, হাঁস চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে কৃষি নির্ভর এই জেলার আঞ্চলিক অর্থনীতি মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here