রাম পুজোকে কেন্দ্র করে খড়্গপুরে পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় বিজেপির সমর্থকদের খন্ডযুদ্ধ – আহত এসডিপিও !

0
287

চন্দন মন্ডল :: ২৪ ঘন্টা লাইভ :: ৫ই,আগস্ট :: খড়্গপুর :: আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত তালবাগিচার রথতলা এলাকায় সকাল থেকেই আজ রাম জন্মভূমিপূজনকে কেন্দ্র করে সকাল থেকেই এলাকার মানুষের মধ্যে তৎপরতা ছিল তুঙ্গে। কিন্তু রাজ্য সরকারের লক ডাউন কে কেন্দ্র করে কিছুটা থমথমে ভাব ছিল।প্রশাসনের তরফে আগের থেকেই লক ডাউনকে উপেক্ষা করে বাইরে বেরিয়ে মন্দিরে পুজো দেওয়া সব কিছুকেই নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তাঁরই মধ্যে রথতলা এলাকায় লক ডাউনকে অমান্য করে পূজা করায় একত্রিত হয়েছিল বলে অভিযোগ।

আটকাতে গেলে পুলিশ প্রশাসনের সাথে স্থানীয় বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে খন্ডযুদ্ধ বেঁধে যায়। পুলিশের ওপর ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ তাঁরই পরিপেক্ষিতে বিশাল পুলিশ বাহিনী ও রেফ এর তৎপরতায় বিক্ষুব্ধ জনতা কে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়।

ইঁটের আঘাতে এস.ডি.পিও আহত হন। হাতে চোট পান খড়গপুর মহকুমা হাসপাতালে ওনার প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই অভিযানে প্রায় জনা ৩০কে আটক করা হয়। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খড়গপুর টাউন পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here