লংকায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মদিন উপলক্ষে কবি প্রণাম ।

0
244

বিপ্লজিৎ দেব :: ২৪ ঘন্টা লাইভ :: ৯ই, মে :: লঙ্কা(অসম):: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী উপলক্ষে কবি প্রণাম অনুষ্টান অনুষ্ঠিত হয় । লংকা শহরের এল, পি রোড সংযোগী রবীন্দ্র সরনীর প্রবেশ পথে রবীন্দ্র প্রতিমূর্তিতে মাল্য দান ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সীমিত আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করা হয় ।

বর্তমান ভয়াবহ করোনা মহামারীর প্রতি লক্ষ্য রেখে কভিড প্রটোকল মেনে উক্ত অনুষ্ঠানে মাল্য দান করেন লংকা কলেজের অধ্যাপক নমতোষ রায় । প্রদীপ প্রজ্জ্বলন করেন অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মী আশুতোষ দেবনাথ ।

Advertisement

অনুষ্ঠানে কভিড পরিস্থিতির উপর নিষেধাজ্ঞার প্রতি আলোকপাত করতে গিয়ে লংকা তথা অসমের বিশিষ্ট কবি সাহিত্যিক রথীশ দাস রবিঠাকুরের আমলে বিভিন্ন মহামারীর আক্রান্তের ফলে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তারই ধারাবাহিকতার উপর বিস্তারিত আলোচনা করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here