‘লকডাউন’ না করলে ভারতে মারা যেত ২৫ লাখ মানুষ

0
221

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ঘোন্ত লাইভ :: ১৯ শে অক্টোবর :: কোলকাতা ::  ভারত সরকারের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, গত মার্চে গোটা ভারত যদি ‘লকডাউন’ না করা হতো তবে মৃতের সংখ্যা ২৫ লাখে পৌঁছে যেতে পারত। সরকারের হিসাব অনুসারে, এ পর্যন্ত ভারতে মারা গেছেন ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষ।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। সরকারের এই কমিটি জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারতে এই মহামারি নিয়ন্ত্রণে আসতে পারে। এ সময় পর্যন্ত ভারতে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা এক কোটি ছয় লাখ ছাড়ানোর আশঙ্কা কম। তবে করোনার সংক্রমণ ঠেকানোর ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো অবশ্যই অব্যাহত রাখতে হবে।

করোনাভাইরাসের মোট সংক্রমণের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়। তবে দৈনিক সংক্রমণের হিসাবে সম্প্রতি প্রথম অবস্থানে চলে গেছে। এই বিশেষজ্ঞ কমিটির প্রধান ভি কে পল বলেন, ‘তিন সপ্তাহ ধরে করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। কিন্তু আসন্ন শীতের মৌসুমে সংক্রমণে দ্বিতীয় ধাক্কার আশঙ্কাকে আমরা উড়িয়ে দিতে পারি না।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here