শনিবার প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হল মালদা জেলার ৮ টি কেন্দ্র থেকে।

0
218

কুমার মাধব ::২৪ ঘন্টা লাইভ :: ১৬ই,জানুয়ারি :: মালদা :: প্রথম ধাপে মালদা জেলার ৮ টি কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার প্রথম করোনা ভ্যাকসিন দেওয়া হল জেলার ৮ টি কেন্দ্র থেকে। মোট ৮০০ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হবে।

Advertisement (Contact for Wholesale)

ভ্যাকসিন দেওয়া হবে, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, কালিয়াচক-৩ নম্বর ব্লকের বেদরাবাদ গ্রামীণ হাসপাতাল, কালিয়াচক-১ নম্বর ব্লকের সিলামপুর গ্রামীণ হাসপাতাল, মানিকচক গ্রামীণ হাসপাতাল,রতুয়া গ্রামীণ হাসপাতাল, হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতাল, চাঁচল মহাকুমা হাসপাতাল ও বামোনগোলা ব্লকের মুদিপুকুর গ্রামীণ হাসপাতাল।

প্রতিটি কেন্দ্রে ১০০ জন করে স্বাস্থ্য কর্মীদের ভ্যাকসিন দেওয়া হবে। শনিবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছয় তলায় পর্যবেক্ষণ কক্ষে টিকাকরণ কর্মসূচি শুরু হয়।

Adv
Adv : Keshari Light House
Advertisement 8240054075

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজষি মিত্র, মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি, মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।

Advertisement
Advertisement

এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক শৈবাল ব্যানার্জি জানান, আজ মোট ১০০ জনকে এই টিকা দেওয়া হয়। এখনো পর্যন্ত প্রায় তিন হাজার টিকাকরণের নামের তালিকা তৈরি করা হয়েছে।অন্যদিকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম করোনা ভ্যাকসিন নেওয়ার পর নার্স কৃষ্ণা মন্ডল জানান খুব ভালো লাগছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here