সশস্ত্র অবস্থায় চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো ভদ্রেশ্বর থানার পুলিশ

0
131

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা/ প্রদীপ বসু/ হুগলি/ ১২ জুন ২০২৪; গোপন সূত্রে খবর পেয়ে, সশস্ত্র অবস্থায় চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো ভদ্রেশ্বর থানার পুলিশ।

এই চারজন দুষ্কৃতির মধ্যে একজন দুষ্কৃতী হলেন চাঁপদানি পি বি এম রোডের বাসিন্দা প্রতাপ রাজবংশী, অপরজন হলেন প্রকাশ রাজভর, যিনি ডালহৌসী জুটমিল লাইনের বাসিন্দা। বাকি দুইজন খুশবু রাজবংশী ও রাজু রাজবংশী হলেন বিহারের নওদার বাসিন্দা।

এদিন রাজু রাজবংশীকে এংগাস মোড় থেকে গ্রেফতার করে পুলিশ। এদের কাজ থেকে চারটি পাইপগান উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর অনুযায়ী, এই চারজন বিহার থেকে এনে অস্ত্রগুলি বিক্রি বা সাপ্লাই করতে চেয়েছিল। এদিন ধৃতদের চন্দননগর আদালতে পাঠিয়ে তদন্ত শুরু করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here