সীমান্তে দাঁড়িয়ে পণ্যবাহী ট্রাক, অগ্নিগর্ভ বাংলাদেশে ফিরতে ভয় পাচ্ছে রোগীরা

0
63

২৪ ঘন্টা লাইভ/ নিজস্ব সংবাদদাতা/ নিউজ ডেস্ক/ ৫ আগস্ট ২০২৪; অগ্নিগর্ভ ওপার বাংলা। বন্ধের প্রভাবে বাংলাদেশ থেকে চিকিৎসা করতে আসা রোগীরা দেশে ফিরতে ভয় পাচ্ছে। সীমান্ত বাণিজ্য বন্ধ।

দাঁড়িয়ে ৩০০ থেকে ৩৫০ পন্যবাহী ট্রাক। অশান্তি রাজ বাংলাদেশে মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে শতাধিক। তার মধ্যেই ওপার বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য এদেশে ডুকছে পর্যটকরা।
নতুন করে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তারা চাইছেন না। পরিস্থিতি স্বাভাবিক না হলে তারা বাড়ি ফিরতে আশঙ্কা বোধ করছেন।

পাশাপাশি, যেভাবে দিনের পর দিন বাংলাদেশ রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কোটা আন্দোলনের জেরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হয়েছে তাতে নতুন করে অশান্তি রাজ সীমান্তে।

বসিরহাট , ভারত – বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি – রপ্তানির জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পণ্যবাহী ট্রাক কাঁচামাল নিয়ে সীমান্তে দাঁড়িয়ে আছে।

আদা, রসুন , পেঁয়াজ, কাঁচালঙ্কা ফল, সবজি ফসল সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, নতুন করে বাংলাদেশে অশান্তির জেরে সীমান্ত বাণিজ্যে আমদানি রপ্তানি কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা।

ইতিমধ্যে বাংলাদেশ থেকে বহু বাংলাদেশী রোগী এদেশের চিকিৎসার জন্য বৈধ নথিপত্র নিয়ে আসলেও তারা দেশে ফিরতে ভয় পাচ্ছে।

একদিকে সীমান্ত বাণিজ্য অন্যদিকে বাংলাদেশি নাগরিক দেশে ফিরতে রীতিমতো ভয়ে শিউরে উঠছে। সময় যত যাচ্ছে মৃত্যুর সংখ্যা তত লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here