সোনামুখী শহর তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সোনামুখীতে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ।

0
122

নরেশ ভকত::২৪ঘন্টা লাইভ ::১১ই জুলাই :: বাঁকুড়া :: এক ফোঁটা রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষু রোগীকে মৃত্যুবরণ করতে হয় হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয় রোগী ও রোগীর আত্মীয়দের । এই পরিস্থিতিতে অসহায় মূমূর্ষ রোগীর কথা চিন্তা করে এগিয়ে এলো সোনামুখী শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা । শনিবার তাদের উদ্যোগে সোনামুখী শহরে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির । এদিনের রক্তদান শিবিরে 35 জন স্বেচ্ছায় রক্ত দান করেন । এই রক্তদান শিবিরের ফলে জেলায় কিছুটা হলেও রক্ত সংকট মিটবে এমনটাই মনে করছেন সোনামুখী পৌর শহরের সকল সুবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ ।

এদিনের রক্তদান শিবিরের উপস্থিত ছিল , বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ , সোনামুখী শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু বাউরী , সোনামুখী ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু দুয়ারী , সোনামুখী পৌরসভার পৌর প্রশাসক তপনজ্যোতি চট্টোপাধ্যায়, সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় , সোনামুখী শহর তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সন্তোষ মুখার্জি , সোনামুখী শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমন ব্যানার্জি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।সোনামুখী শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অতনু বাউরী বলেন , রক্ত সংকট মেটাতে আমাদের এই উদ্যোগ আগামী দিনেও এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি চালিয়ে যেতে চাই আমরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here