সৌমিত্র চট্টোপাধ্যায়কে অক্সিজেন লেভেল ঠিক রাখতে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে – চিকিৎসকরা আশাবাদী

0
245

২৪ ঘন্টা লাইভ নিউজ ব্যুরো :: ১২ই,অক্টবর :: কোলকাতা :: সোমবারও সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিষয়ে জারি করা মেডিক্যাল বুলেটিন বলছে, করোনার জেরে মস্তিষ্কের ক্রিয়াকলাপ অস্বাভাবিক হয়ে যাওয়ার (কোভিড রিলেটেড এনসেফালোপ্যাথি) কারণেই এই সঙ্কট। শ্বাসকষ্ট না-থাকলেও ফুসফুসের উপর চাপ কমাতে মাঝেমধ্যেই গড়ে ১৫ লিটার প্রতি মিনিট হারে অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। গত তিন দিন সৌমিত্র আইটিইউ-তে চিকিৎসাধীন। তাঁকে দিতে হচ্ছে ভেন্টলেশন সাপোর্টও।

চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, প্রবীণ অভিনেতাকে লাইফ সাপোর্ট বা রক্তচাপ সাপোর্ট না দিতে হলেও অক্সিজেন লেভেল ঠিক রাখতে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হচ্ছে। তবে, চিকিৎসকরা আশাবাদী তাঁর স্বাস্থ্যের উন্নতি নিয়ে। কারণ তাঁর বেশিরভাগ অঙ্গই ঠিক ভাবে কাজ করছে।

করোনার মারাত্মক প্রকোপও নেই। ইতোমধ্যে তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল টিমের সদস্য সংখ্যা বাড়িয়ে ১৫ জন করা হয়েছে। হাসপাতাল এবং সংবাদমাধ্যম সূত্রে এও জানা গেছে যে সৌমিত্র চট্টোপাধ্যায় আচ্ছন্ন ছিলেনই। মানসিক বিভ্রমও ছিল। সেই সব সমস্যা এখনও একই রকম রয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here