হটাৎ বন্ধ হয়ে গেল শ্যামনগর ওয়েভারলি জুটমিল।

0
281

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ৩০শে নভেম্বর :: নৈহাটী :: একদিকে মানুষের চিন্তা করোনা অন্যদিকে মিল মালিকরা একে একে করে বন্ধ করছে মিল , এ থেকেই শুরু হচ্ছে শ্রমিকদের পরিবার চালানো নিয়ে চিন্তার কারণ।তাদের ছোট্ট ছোট্ট শিশুরা মিল কতৃপক্ষ কে বলছে এরম করোনা । তবে পশ্চিম বাংলার নির্বাচনী আবহেই , 2 দিন আগে হটাৎ বন্ধ হয়ে গেল শ্যামনগর ওয়েভারলি জুটমিল। জানা গিয়েছে নাকি কাঁচামালের অভাবেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ম্যানেজমেন্ট।

গেটের বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে টেম্পোরারি সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ এতে বেকার হয়ে পড়লো এই মিলের কর্মরত প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক। তবে মালিকের দেখানো এটাই কারণ নয় অন্য দিকে জানা গিয়েছে যে দীর্ঘদিন ধরে গ্র্যাচুয়িটি, PF ছাড়াও বেতনও ঠিকমত দেওয়া হচ্ছিল না।সেই সমস্ত বকেয়া পাওনার দাবি জানিয়েছিলেন শ্রমিকরা।আর সেই দাবির কোনো সুরাহা না করেই, মিলটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।আর এতেই বিক্ষোভে ফেটে পড়েনা শ্রমিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here