হার স্বীকার বিজেপির, মমতাকে অভিনন্দন বার্তা রাজনাথ-নির্মলার

0
212

আনন্দ মুখোপাধ্যায় :: ২৪ ঘন্টা লাইভ :: ২আ,মে :: কোলকাতা :: ‘সুপার ওভার’ শেষ। নন্দীগ্রামে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন মমতা ব্যানার্জি। এরপরেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে তাকে প্রথম অভিনন্দন জানান কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইট করে অভিনন্দন বার্তা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও।

‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যপূরণ হলো না। বাংলার ভোটে কার্যত বিপর্যয় হয়েছে বিজেপির। অথচ, ক’দিন আগে পর্যন্তও আত্মবিশ্বাসের সুরে মোদি-অমিতরা বলেছিলেন, ‘বাংলায় নতুন সরকার আসছে।’ কিন্তু, এভাবে যে বিজেপির স্বপ্নভঙ হবে, তা বোধহয় আঁচ করতেই পারেননি দিল্লির বিজেপি নেতারা। কেন এমন ভরাডুবি হলো, এই নিয়ে এবার সরব হলেন অমিত শাহ। বাংলার ভোটে দলের ভরাডুবির কারণ জানতে চেয়েছেন অমিত শাহ, এমনটাই জানালেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়।

Advertisement 8240054075

‘হয়তো বাংলার মানুষ মমতা ব্যানার্জিকেই মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেন,’ কার্যত হার স্বীকার করে এমন কথাই বলেছেন কৈলাশ। যদিও এদিন দিনের শুরুতে কৈলাশের গলায় আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল। কৈলাশ বলেছিলেন, ‘বিজেপি ম্যাজিক সংখ্যা পার করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here