হুগলির দেবানন্দপুর থেকে উদ্ধার বিরল প্রজাতির তক্ষক সাপ

0
731

নিজস্ব সংবাদদাতা :: ২৪ ঘন্টা লাইভ :: ২৪শে,এপ্রিল :: ব্যান্ডেল :: আজ সকাল নটা নাগাদ বান্ডেল দেবানন্দ পুর এলাকা থেকে একটি বিরল প্রজাতি তক্ষক উদ্ধার করা হয় । । জানাযায় স্থানীয় সঞ্জয় বলে একটি ছেলে সেটিকে ধরে। পরে চুঁচুড়ার সরীসৃপ বিশেষজ্ঞ চন্দন ক্লেমিং সিং সরিস্রিপ সেটিকে উদ্ধার করে বান্ডেল পুলিস পোস্টের ভার প্রাপ্ত অফিসার সের আলি মন্ডলের হাতে তুলে দেন।

পরে সেটা চুচুড়ার ফুলবাগান বন দপ্তরে যোগাযোগ করে কল্যান অধিকারির হাতে তুলে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হল এই বিরল পাহাড়ি অঞ্চলের বিরল প্রজাতির তক্ষকটি এখানে কিভাবে এল। বনকর্মীদের কাছে জানতে চাওয়া হলে তিনি এটি পাহাড়ি সরীসৃপ বলে জানান। তিনি এটাও বলেন চিনারা এটি থেকে ওষুধ তৈরির কাজে লাগান । অনুমান আন্তর্জাতিক বাজারে এর মূল্য কয়েক লক্ষ টাকা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here