হোজাই জেলায় আজ থেকে ১৮ বছর থেকে ৪৪ বছরের লোকদের প্রথম ভ্যাকসিন দেওয়া আরম্ভ হয়েছে

0
221

বিপ্লজিৎ দেব ::২৪ঘন্টা লাইভ ::৭ই,মে :: লংকা :: ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ১৮ বছরের উপর লোকদের ভ্যাকসিন দেওয়া আরম্ভ হয়েছে যদিও , অসমে অল্প দেরিতে আরম্ভ হয়েছে ।
রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে হোজাই জেলাতেও এই প্রতিষেধক প্রদান আরম্ভ করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ । হোজাই জেলার মহকুমা স্বাস্থ্য আধিকারিক তথা লংকা হাসপাতালের চিকিৎসক হরজগিন্দর সিং জানান যে , প্রথম পর্যায়ে তিন হাজার প্রতিষেধক জেলাটির ৯ টি প্রতিষেধক কেন্দ্রের মাধ্যমে প্রদান করা হচ্ছে

তার মধ্যে লংকা শহরে দুইটি স্হানে ভ্যাকসিন দেওয়া হচ্ছে । লংকা প্রাথমিক বিদ্যালয় ও লংকা মহাবিদ্যালয় এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে । বিশেষ করে লংকা মহাবিদ্যালয়ে অকিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ব্যবস্থাপনায় কলেজের ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদান করতে দেখা গেছে ।

Advertisement

১৮ বছর থেকে ৪৪ বছরের লোকদের অনলাইনে পঞ্জিন করা ব্যক্তিদের ভারত বায়োটেকের দ্বারা প্রস্তুত করা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে বলে মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here