২৪ঘন্টা লাইভ ডট কমের খবরের জের – ভাটপাড়া থেকে করোনা সন্দেহে ১০০ জনকে পাঠানো হলো আইসোলেশন সেন্টারে

0
669

রাজীব গুপ্তা :: ২৪ঘন্টা লাইভ:: ১১ই,এপ্রিল :: ভাটপাড়া :: আমরা গতকাল রাতেই একটি লাইভ খবর করে পাঠকদের জানিয়ে ছিলাম যে ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর গলি থেকে একজনকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে । তারপর আজইভাটপাড়া দুই জনকে করোনা সন্দেহে পাঠানো হল বেলেঘাটা আই ডি হাসপাতালে । এছাড়া একশ জনকে পাঠানো হল বিভিন্ন আইসোলেসন সেন্টারে ।এরা সকলেই ভাটপাড়া আট নম্বর ওযাডের বাসিন্দা । ভাটপাড়া পৌর সভার উপ পৌর প্রধান মকসুদ আলম খান আজ ২৪ ঘন্টা লাইভ কে জানিয়েছেন যে তিন চার দিন আগে ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর গলিতে তিন চারদিন আগে আনোয়ার মাথার ফোড়া এবং জ্বর নিয়ে সাগর দত্ত হাসপাতালে ভর্তি হন । কিন্তু উত্তরোত্তর তার জ্বরের সূচক বাড়তে থাকায় তাকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয় ।সকাল থেকেই আনোয়ারের করোনা সংক্রমণের লক্ষন স্পষ্টাস্পষ্টি হতেই তার করোনা টেস্ট করা হয় এবং পরীক্ষার রেজাল্ট হাতে না আসা পর্যন্ত তাকে আইসোলেশনে রাখা হয়েছে । মকসুদ আলম সাহেব জানাচ্ছেন যে আনোয়ারের বাড়ির লোক এবং তাকে যে ড্রাইভার বাঙুর হাসপাতালে নিয়ে যায় তাদের সবাইকেই কুয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here