৪০০ পার করছে না NDA সরকার : প্রশান্ত কিশোর ।

0
289

২৪ ঘণ্টা লাইভ সংবাদদাতা/ রাজীব গুপ্তা / ৪ জুন ২০২৪: দেশ জুড়ে ৫৪৩ টি আসনের সম্পূর্ণ হওয়া ভোট দান পর্বের ফলাফল প্রকাশ হবে আজ ।

এবারের ভোট ভীষণ গুরুত্বপূর্ন বলা হচ্ছে, 97 কোটি ভোটার দের এই মহা পর্বে অংশগ্রহণ করলো 744 টি রাজনৈতিক দল । যেখানে Evm এ বন্ধ থাকা 8360 জন প্রার্থীর ভাগ্যের নির্ণয় হবে আজ ।

এই নির্বাচনে এক দিকে তৃতীয় বারের জন্য সরকার গড়ার জন্য আশাবাদী বিজেপির নেতৃত্বাধীন NDA জোট তো অন্যদিকে অস্তিত্ব বাঁচাতে মরিয়া কংগ্রেসের নেতৃত্বের INDA জোট।

নির্বাচন চলা কালীন 200 টি জনসভা ও রোডশো এবং 80 টি সাক্ষাতকার দেওয়ার পর 400 পার করবেন বলে দাবি করছেন বিদাই প্রধানমন্ত্রী । কিন্তু অপরদিকে 300 সিট নিয়ে সরকার বানাচ্ছেন, এমন দাবি করে চলেছেন বিরোধী শিবির ।

ইতি মধ্যে একটি সংবাদ মাধ্যম কে বিস্ফোরক সাক্ষাৎ দিলেন ভোট কৌশলী বলে পরিচিত প্রশান্ত কিশোর । তার ভবিষ্যৎবানী ছিল

1. কোনো মতেই 400 পার করতে পারবে না NDA

2. বিরোধী দের কাছে কোনো স্পষ্ট নেতৃত্বে থাকার অভাবে অনেক NDA র পক্ষে ভোট দিয়েছেন, তাই এবারে আসন সংখ্যা বেড়ে তৃতীয় বার মোদীজির নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে সরকার ।

3. রাহুল গান্ধী যতক্ষন নেতৃত্বের দাবিদারি করবেন, ততদিন কংগ্রেস বা তাদের জোটের ভবিষ্যত অন্ধকার ।

এর পর বাংলায় ফলাফল নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন 

1. বাংলায় ভালো ফল করবে BJP

2. ভোট শেয়ার এবং আসন সংখ্যাও আগের তুলনায় বাড়বে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here