৭৫ বছর বয়সে ফের প্রধানমন্ত্রী হবেন না মোদী, এমনটাই দাবি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের

0
64

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা/ নিউজ ডেস্ক / ১৮ মে ২০২৪ ; জল্পনা চলছিল দীর্ঘদিন। তবে, এবার সেই জল্পনাই হতে চলেছে বাস্তব। ২০২৪ সালে প্রধানমন্ত্রী হবেন না নরেন্দ্র মোদী।

সেই জায়গায় প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃত্বের নাম। নরেন্দ্র মোদীর ৭৫ বছর বয়স হয়ে যাওয়ায় তিনি প্রধানমন্ত্রী হবেন না বলে দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সুপ্রিম কোর্টের নির্দেশে সম্প্রতি জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর, শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আম আদমি পার্টি নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ২০২৫ সালের সেপ্টেম্বরে নরেন্দ্র মোদির বয়স হতে চলেছে ৭৫ বছর।

 

আর নিয়ম অনুসারে, ৭৫ বছর বয়সে অনেকেই প্রধানমন্ত্রী থাকেন না, অবসর নেন। তাই অরবিন্দ কেজরিওয়ালের দাবি, নরেন্দ্র মোদী আর প্রধানমন্ত্রী থাকবেন না।

 

AIIT

তবে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৫ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত কিছু না বলায় রবিবার অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন যে “এক নেতা, এক জাতি” ধারণার অধীনে বিরোধী নেতাদের জেলে পাঠানো হচ্ছে।

এখন অরবিন্দ কেজরিওয়াল এর দাবি অনুযায়ী, নরেন্দ্র মোদী পরবর্তী প্রধানমন্ত্রী হয় কিনা সেটিই দেখার বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here