হালিশহর বাগ মোড় থেকে তেঁতুলতলা সরকারি জমি থেকে বেআইনি দখলদারি উচ্ছেদের নোটিস দিলো পৌরসভা

0
110

২৪ ঘন্টা লাইভ সংবাদদাতা / সম্প্রীতি বোস / হালিশহর / ২১ জুলাই ২০২৪ : সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যেজুড়ে শুরু হয়েছে বিভিন্ন পৌরসভা, পঞ্চায়েত বা কর্পোরেশনের রাস্তা দখল করে বসে যাওয়া হকারদের উচ্ছেদ কর্মসূচি।

ভেঙে ফেলা হচ্ছে একের পর এক বেআইনি নির্মাণ। কাঁচরাপাড়া ও হালিশহরেও দেখা গিয়েছে একই দৃশ্য।
এবারে হালিশহরের বাগমোড় থেকে শুরু করে তেতুলতলা পর্যন্ত ২,৩ ও ৪ নাং ওয়ার্ড অন্তর্ভুক্ত এলাকাগুলিতে সাফাই অভিযানে নেমেছে পৌরসভা। এখানে রাস্তার ধারে অবস্থিত বেআইনি দোকান গুলি তুলে দিতে প্রস্তুতি নিলো পৌরসভা।

শুক্রবার দেখা গেলো সেই সমস্ত দোকান গুলিতে জিনিসপত্র বের করে নেয়ার নোটিস লাগিয়ে দিলো হালিশহর পৌরসভার প্রতিনিধিরা।

খুব শীঘ্রই হালিশহর বাগ মোড় থেকে তেঁতুলতলা সরকারি জমির উপর তৈরি বেআইনি দোকানগুলিকে সরিয়ে দিয়ে রাস্তা ক্লিয়ার করে দেবে পৌরসভা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here